খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত, শেখ শহিদুল ইসলাম খুলনা ব্যুরো প্রধান, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগান সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে, আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করা হয়, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার দিবসের উদ্বোধন করেন, পরে সেখানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়, মানববন্ধনে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন, সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সবাই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল উদ্দিন আহমদ, উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মনি মোহন সাহা,