ভারতের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরও এই সিদ্ধান্ত বাংলাদেশের ! ‘দিল্লি থেকে । ঢাকা : ঢাকায় ভারত-বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর আশার আলো দেখছিল ওয়াকিবহাল মহল। কিন্তু, কোথায় কী ? পরিস্থিতির উন্নত হওয়ার আগেই জানা যাচ্ছে, বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ জানানো হয়েছে। ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনও দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনূস।