খুলনা ফুলতলা পথের বাজার বিএনপির অফিস ভাংচুর করেন.আগের আওয়ামী লীগেরএকজন তেগী আওয়ামী লীগের দুর্নীতি সেই পরিবার সদস্য নাম: জাফর মিনা, পিতা হাছিম মিনা, খাইরুল মিনা, পিতা জান্নাত মিনা, টুটুল মিনা পিতা, মান্নান মিনা মিন্টু মিনা, পিতা ছালাম মিনা, এই নিয়ে এলাকায় বাসীরা কিছু বলতে গেলে তাদেরকে হুমকি দিলে তারা সেখান থেকে চলে যায় এলাকায় বাসীরা ও কিছু বিএনপির দলিও লোক ও এলাবাসী জানান সে অনেক টাকার মালিক ও মুরব্বিদের আমাদের কথা শুনেনা তাই কিছু বলি নাই। এই তদন্তের অংশ হিসেবে নিউজ ১ পর্ব তদন্তের অভিযান চলছে।ডিসেম্বরে ৬ তারিখ ২০২৪ তারিখ, আনুমানিক বেলা ২টা ১০মিনিটে এই ঘটনা টি ঘটে বলেএলাকায় বাসীর কাছে ও সাধারণ মানুষের সঈে কথা এ-ই কথা তদন্তের অংশ বিশেষ জানা যায়। খুলনা প্রতিনিধি -দিপার্কার দত্ত ও শহিদুল ইসলাম মিঠু তদন্তের অংশ বিশেষ পর্ব ১/ দন্তের অংশ হিসেবে নিউজ পর্ব ১ আর তদন্তের পরে।