সিনেমা দেখে ব্যাংকে ডাকাতির চেষ্টা।হাতে ছিল খেলনা পিস্তল, নিউজ -ঢাকা থেকে মাহবুব হাসান স্বাধীনের টিমের অনুসন্ধানের ক্রি সিন, রাজিব মিয়া ও রিয়া মনি সহ তাদের টিমের তদন্তের অংশ বিশেষ / ডাকাতির উদ্দেশ্য ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের একটি শাখায় ঢুকে পড়া তিনজন আত্মসমর্পণ করেছে, তাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হেফাজতে নেওয়া হয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে দুজন কিশোর বলে জানিয়েছে পুলিশ,এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহাম্মদ মুঈদ, আটক তিনজনের বরাত দিয়ে তিনি জানান মৃত্যু পথযাত্রী একজন রোগীকে (কিডনি সমস্যায় অসুস্থ )বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসে তারা, পুলিশ সুপার বলেন, ভিডিও গেম ও মুভি দেখে এডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করে তিন কিশোর, আটক করার পর তাদের হাতে,১৮, লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়, তিনি বলেন, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল, এ কারণে তারা ব্যাংকে ডাকাতি করতে জান বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে, বাকি তিন লাখ টাকা দিয়ে iphone কেনার কথা জানাই তারা, এর আগে দুপুর দুইটার দিকে ডাকাতরা ব্যাংকে ঢুকে এ সময় পাসের মসজিদে মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশেপাশে কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে, তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছে সেটি যাচাই-বাছাই চলছে আদৌ সত্য কিনা তা পুলিশ খতিয়ে দেখছে,