বাংলাদেশ পুলিশ : উঠে যাচ্ছে নৌকো, পুলিস ইউনিফর্মের খোলনোলচে বদলে যাচ্ছে বদলের বাংলাদেশে
Bangladesh Police: পুলিসের পোশাক, মনোগ্রাম ও ক্যাপ থেকে নৌকার ছাপ পরিবর্তন করার দাবি উঠেছে। সংস্কার কমিশনও এ দাবির প্রতি একাত্মতা পোষণ করে পুলিসের পোশাক পরিবর্তনের প্রাথমিক সুপারিশ করেছে।সেলিম রেজা | ঢাকা: বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিসের চরিত্র পাল্টে যাচ্ছে। গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হওয়ায় বেকায়দায় পড়েছে শীর্ষ অপরাধ নিয়ন্ত্রণকারী এই বাহিনী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুলিসের ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে। পুলিসের মহাপরিদর্শক তথা আইজিপি থেকে শুরু করে কনস্টেবল- সব সদস্যের রদবদল হয়েছে। সম্পূর্ণ সংস্কারের জন্য গঠন করা হয়েছে কমিশন। কমিশন তাদের কাজ প্রায় গুছিয়ে এনেছে।পুলিস-সংশ্লিষ্টরা জি ২৪ ঘন্টাকে জানান, ব্রিটিশ আমল থেকে পুলিসের পোশাক ছিল খাকি। অনেক আগেই পোশাকের রঙ বদলেছে। মহানগর ও জেলা পর্যায়ে দুই রঙের পোশাক দেওয়া হয়। তবে, পুলিসের ইউনিট ও ব্যাটালিয়নভেদে পোশাকের ভিন্নতাও রয়েছে।
বাংলাদেশ পুলিস সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জি ২৪ ঘন্টাকে বলেন, সারা বাংলাদেশের পুলিস সদস্যরা একই ধরনের পোশাক যাতে ব্যবহার করতে পারেন, সেজন্য তিনি কিছু প্রস্তাব উত্থাপন করেছেন। মেট্রোপলিটন, রেঞ্জ, জেলাসহ বিভিন্ন ইউনিটের সদস্যদের পোশাক একই ধরনের হবে। পোশাকের ডান-বাম হাতের ওপরের অংশে শুধু ইউনিট, রেঞ্জ, জেলা ও মেট্রোপলিটন পুলিসের লোগো থাকবে। পুলিসের মনোগ্রাম থেকে নৌকা; ক্যাপ, ব্যাজ ও বেল্ট থেকে নৌকার সঙ্গে বইঠা বাদ দেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিসের উপ পুলিস কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ জি ২৪ ঘন্টাকে বলেন, আইজিপি স্যার পুলিসের সব পোশাক একই ধরনের করার কথা বলেছেন। আমরা আশা করবো কাপড়ের মান যাতে উন্নত হয়। কোনো অভিযোগ যাতে না থাকে। পোশাকগুলো যেন একস্থান থেকেই আমরা সরবরাহ করতে পারি। তাহলে অপরাধীরা পুলিসের পোশাক পরে অপকর্ম করতে পারব