শীর্তাতদের মাঝে বিপ্লবী যুব উন্নয়ন সংঘ (BJUS) কম্বল বিতরণ।
মোঃ আরিফ হোসেন, বিশেষ প্রতিনিধি:
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে বিপ্লবী যুব উন্নয়ন সংঘ (BJUS) ।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দিনাজপুর জেলার, বীরগঞ্জ উপজেলার, প্রান নগর (২৫ মাইল) এলাকার বিভিন্ন স্তরে দরিদ্র অসহায় ও এতিম বাচ্চাদের খুঁজে বের করে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বিপ্লবী যুব উন্নয়ন সংঘ (BJUS) সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রাফি মোহাম্মদ, সহ-সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদকয আদিল মাহমুদ এর সাথে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্য সুজন, রহমত, আব্দুল্লাহ, শাকিল, রিজু আহমেদ, মনিরুজ্জামান, মমিন, মামুন, ওয়াজেদ, ফয়েজ আহমেদ, আপন আরও সংগঠনের বিভিন্ন স্থরের সদস্য উপস্থিত ছিলেন।
গ্রামের ৬০ বছরের বৃদ্ধা শেফালী বেগম বলেন, ‘কয়েক দিন ধরে খুব ঠাণ্ডা পড়ছে। ঘরে গরম কাপড় ছিল না। এই ঠাণ্ডায় খুব কষ্টে ছিলাম। হঠাৎ করে বিপ্লবী যুব উন্নয়ন সংঘ (BJUS) এর সদস্যরা আমাদের বাড়িতে কম্বল নিয়ে আসলো। কম্বলডা পাইয়া খুব উপকার হইছে।