যশোরে আজহারীর মাহফিলে উৎসবের আমেজ, মানুষের ঢল নামে, শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ব্যুরো প্রধান, যশোর শহরতলীর পুলের হাটে আদদ্ধীন সখিনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে আদদ্ধীন ফাউন্ডেশন এর উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল চলছে, শুক্রবার শেষ দিনে বিকাল ৩,টায় শুরু হবে মাহফিলের মূল কার্যক্রম,এ দিন বিকালে ও রাতে বক্তব্য রাখবেন শায়খ আহমাব্দুল্লাহ ও ডাক্তার মিজানুর রহমান আজহারী, তাদের আগমন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে পুলের হাট এলাকায়, সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছে দলে দলে মানুষের উপস্থিতি হতে শুরু করেছে মাহফিলের মাঠে, এ মাহফিলে চার দিনব্যাপী ইসলামী বইমেলা ও প্রদর্শনী করা হচ্ছে, মেলায় ২২ টি স্টল রয়েছে, একইসঙ্গে শিশুদের জন্য কিডস জন করা হয়েছে, আদ দ্বীন ফাউন্ডেশন এর মানব সম্পদ কর্মকর্তা জাহিদ হোসাইন বলেন, আদদ্ধীন ফাউন্ডেশনের শুধু ওয়াজ মাহফিলের মধ্য সীমাবদ্ধ করেননি, এখানে ইসলাম কূট্রি কালচার তুলে ধরা হচ্ছে দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে মেলায় স্টলে ,গার্ডিয়ান সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২ টি প্রকাশনী এখানে স্টল নিয়েছে, পড়াশোনার অভ্যাসের জন্য এই বই মেলার আয়োজন করা হয়েছে, তিনি আরো বলেন, এখানে শুধু ওয়াজ মাহফিল নয়, এখানে হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিনোদনের ও ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য কিডস জন রয়েছে, আদদ্ধীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস অফিসার তরিকুল ইসলাম তারেক জানান, দেশের প্রখ্যাত ৬ জন আলেম নিয়ে এটাই প্রথম কোন বড় অনুষ্ঠান হচ্ছে, এ ব্যতিক্রমী আয়োজনে জন্য আদদ্ধীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমি সহ আশেপাশের আরো ২০০ থেকে ৩০০ বিঘা জমি জুড়ে এ মাহফিলের মাঠ ৮ থেকে ১০ লাখ লোকের জন্য আলো পানি বাথরুম ও অজুখানা ব্যবস্থা রয়েছে, ২০,এলইডি স্কিনের মাধ্যমে লাইভ দেখানো হচ্ছে, মূল মাঠ সহ আশেপাশে চারটি মাঠে এ এল ই ডি স্ক্রিন এ ছাড়া বিশেষ করে নারীদের বসার জন্য পুলের হাট মাধ্যমিক বিদ্যালয় পুলের হাট বালিকা বিদ্যালয় এবং আদদ্ধীন ছকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় স্থান করা হয়েছে,