অবশেষে ভারতে এইচ এমপিভি ভাইরাস শনাক্ত দুই শিশু আক্রান্ত, নিউজ দৈনিক আমাদের দেশের খবর, শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ব্যুরো প্রধান। অবশেষে ভারতেওঢুকে পড়েছে এইচ এমপিভি চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরেতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, (এইচ এম পিভি) এর সংক্রমণ, অবশ্য এটি ভাইরাসের চীনা রূপেই কিনা তা এখনো নিশ্চিত নয়, এছাড়া ওই দুই শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই, সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি , সংবাদ মাধ্যম বলছে, সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রথমে আট মাস বয়সী এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচ এমপিভি) ভাইরাসের হাদীস মেলে, পরে তিন মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়, তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ব্যাঙ্গালোরে তে এই এমপিভি ভাইরাসের সংক্রমণের কোন ও সংযোগ নেই বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার, এদিকে তিন মাস বয়সী শিশুকে ইতিমধ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর ৮ মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তাতে উদ্যোগ দানা বেধেছে ভারত সহ বিভিন্ন দেশে, পরিস্থিতির দিকে নজর রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও, অন্যদিকে পরপর দুটি সক্রমণের খবর প্রকাশ্য আসতেই কন্টাকের স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ কুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরী বৈঠক ডেকেছেন, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, এদিকে নজর থাকবে, তবে রাজ্য ব্যবসায়ী কে অযথা উদ্ধিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্য সচিব হর্য গুপ্তা, স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই দুই শিশুর কাউকে সম্প্রতি অন্যত্র ঘুরতে নিয়ে যাওয়া হয়নি বা তাদের ট্রাভেল হিস্ট্রি নেই, ফলে অন্য কোন ও দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই, স্বাস্থ্য সচিব গুপ্তা জানান, এই ভাইরাস নিয়ে চিন্তা করার কোন ও প্রয়োজন নেই,( এইচ এম পিভি) ভারতেও রয়েছে তবে এই ভাইরাসটির কোন রূপান্তর হয়েছে কি,না তা এখনো স্পট নয়, চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনও কোন ও তথ্য নেই, হলে টি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচ এমপিভি,ভাইরাসের সংক্রমণ তা এখনো ও,বলা যাচ্ছে না, সাধারণ এইচএম পি,ভাইরাসের ভারতে অতীতেও দেখা গেছে বলেও জানান তিনি, অবশ্য এইচ এম পিভি ভাইরাস নিয়ে বিশ্বের অন্য দেশগুলোকে উদ্ধিগ্ন না -হওয়ার জন্য বলেছে চীন ও, তাদের বক্তব্য এটি মৌসুমী সংক্রমণ শুধুমাত্র ,শীতকালীন সংক্রমণ বলেই এই পরিস্থিতিকে ব্যাখ্যা করেছে চীন, ভারতেও দেশটির কেন্দ্রীয় সরকার দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে, প্রসঙ্গত, চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (,সিডিসি,) অনুসারে গত ১৬ থেকে ২২,ডিসেম্বর দেশটিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে,এইচ এম পিভিএর সংক্রমণ, শ্নাস প্রশ্বাসনিত অসুস্থতার কারণে বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়ার হার ও যা,কোভিড,১৯,রাইনোভাইসসবা, অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি, সাধারণত ১৪ বছর বা কম বয়সী শিশুদের মধ্য এর প্রকোপ সবচেয়ে বেশি পরিচালিত হয়েছে, সংক্রান্তি একদম নতুন না হলেও এই ভাইরাসের বিষয়ে প্রাথমিক প্রয়োজনীয়তা রয়েছে,