এবার তাঁতিবাজার মোড় অবরোধ করে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, দৈনিক আমাদের দেশের খবর,
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
দৈনিক আমাদের দেশের খবর সর্বশেষ খবর পেতে
রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তাঁতিবাজার মোড়ে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।এ সময় শিক্ষার্থীরা ‘মানি না মানবো না, স্বৈরাচারী আচরণ, প্রো ভিসি তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়’, সাত কলেজের একশন, ডাইরেক্ট একশনসহ নানান স্লোগানে মিছিল করেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির আপডেট জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির সঙ্গে দেখা করতে গেলে তিনি অসদাচরণ করে শিক্ষার্থীদের নিজের কক্ষ থেকে বের করে দিয়েছেন। তারই প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ করেছি।উল্লেখ্য, প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর শিক্ষার্থীরা জনভোগান্তির কথা সড়ক ছেড়ে দেন।