1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের, ঢাকা মেডিকেল কলেজ রুগীদের করুন অবস্থার যানজট নিরসনে ( দ্রুত বাস্তবায়ন যোগ্য ) আমাদের প্রস্তাবসমূহ, ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে শুক্রবার 25এপ্রিল খুলনা ডাকবাংলা মোড় বাংলাদেশ হেফাজত মজলিস পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, লামায় হাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু খুলনার ফুলতলায় অবস্থিত “আইয়ান জুট মিলস লিঃ” এর শতাধিক শিশু ও বয়স্করা সম্প্রতি “জসিম ফাউন্ডেশন সিড স্কুল” খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার, রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনে, প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন দিনদুপুরে মোটরসাইকেলের গতি রোধ করে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, খুলনা,

ভূমি সেবার সার্ভারে ধীর গতি সীমাহীন দুর্ভোগ!

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ভূমি সেবার সার্ভারে ধীর গতি সীমাহীন দুর্ভোগ! শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা! প্রায় দুই মাস ধরে সারাদেশে ভূমি সেবা অনলাইন সার্ভার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন লাখ লাখ সেবা প্রার্থীরা, অনলাইন সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়েল তৈরি করে সরবরাহের কথা বলে এই সার্ভার বন্ধ রাখা হয়েছে, এমন অবস্থায় ই নামজারি, (মিউটেশন) ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা, এতে শুধু গ্রাহক রায় নয় সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, ২০২৪, সালের ২৬ নভেম্বর থেকে সারাদেশে এ,অবস্থা বিরাজ করছে, খুলনা জেলার ফুলতলা উপজেলার সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায় দেশের সর্ববৃহৎ রাজস্ব আদায় করা হয় প্রত্যেকটি রেজিস্ট্রি অফিস থেকে যেখানে আগে ৩০–৪০টি দলিল প্রতিদিন রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে, কিন্তু হালনাগাদ খাজনা ও মিউটেশনের কারণে বর্তমানে প্রতিদিন ৪-৫,টি দলিল রেজিস্ট্রি সম্পাদন করা সম্ভব হচ্ছে, যাহার কারণে সরকারি রাজস্ব আদায় একদমই কমে যাচ্ছে, খুলনার ডুমুরিয়া থুকড়া ভূমি অফিস সূত্রে জানা যায়, থুকড়া ভূমি অফিসে প্রতিদিন বহু মানুষ ভূমি সেবা পেতে যাতায়াত করে থাকেন, জমির মালিকদের কাগজপত্র ঠিক করা ভূমি উন্নয়ন কর দেওয়া, ই নামজারি কাজ করা, সি এস এসে ও আর এস খতিয়ান সেবা,নিতে ভূমি অফিসে হাজারো মানুষ আসছেন, তারা অনলাইন সেবার দরখাস্ত করার জন্য বসে আছেন, কিন্তু বর্তমানে কোন কাজ করতে পারছেন না বলে হতাশ হয়ে অপেক্ষার প্রহর পেরিয়ে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, খুলনা সদর ভূমি অফিসে আসা রাজিয়া সুলতানা দৈনিক মানবাধিকার প্রতিদিনকে বলেন, স্বল্প সময়ে চিকিৎসার তারিখ থাকায়, নিজের শেষ সম্বল পৈত্রিক ভিটার বিক্রির প্রয়োজন নামজারির জন্য দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করছি ভূমি অফিসে কিন্তু ব্যর্থ হয়ে চলে যেতে হচ্ছে আমাকে, কতদিন লাগবে কেউ বলতে পারছে না, আক্ষেপ,করে তিনি আরো ও বলেন, চিকিৎসা না পেয়েই মরতে হবে, দৌলতপুর ভূমি অফিসে সেবা নিতে আসা আব্দুর সাত্তার শেখ জানান, এই অফিসে আসতে আসতে অসুস্থ হয়ে গেছি আমি, আর আমার স্ত্রী নাজমা বেগম ১৪৩১ সালের খাজনা না হইলে আমার জমিতে আমার সন্তানদের নামে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না, সকল কাগজপত্র সঠিক ও হালনাগাদ না করে গেলে আমাদের সন্তানদের ভবিষ্যতে বিপদে পড়তে হবে, রুপসা উপজেলার বাগমারা এলাকার আবু বক্কর সিদ্দিক তুর্য জানান, আমি এক বছর আগে জমির বিক্রয়ের উদ্দেশ্য সেনহাটির মরিয়াম আরা সুমাইয়ার নিকট হইতে ২০ লক্ষ টাকা বায়না গ্রহণ করি, কিন্তু এখন সম্পূর্ণ টাকা আমাকে প্রদান করে জমির রেজিস্ট্রি চাপ প্রয়োগ করলে আমি খাজনা হাল সনের রশিদ অনলাইনে করতে পারছি না বিধায়, আমাকে বিভিন্ন মামলার ভয় ভীতি প্রদান করতে থাকেন, আমি এখন সম্মান নিয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারছি না, খুলনা সদরের দলিল লেখক মঈন দৈনিক মানবাধিকার প্রতিদিন কে বলেন, নামজারি ও আল-নাগাদ খাজনা পরিশোধ না থাকায় জমি রেজিস্ট্রি কাজ ব্যাহত হচ্ছে, সপ্তাহে যেখানে ৮ থেকে ১০ টি দলিল রেজিস্ট্রি হত এখন সেখানে ২-৩,টি ও হচ্ছে না, কেউ জরুরী প্রয়োজনে দলিল করতে আছেন, কেউ চিকিৎসা বা অন্য কোন কাজে টাকা প্রয়োজন মেটাতে জমি বিক্রয় করতে আসছেন, কিন্তু রেজিস্ট্রি করতে না পেরে বারবার ফিরে যেতে হচ্ছে, এতে জমি ক্রেতা বিক্রেতারা নাজেহাল ও সমস্যায় ভুগছেন, রেজিস্ট্রি অফিসের সঙ্গে জড়িতরা বিপদে পড়েছেন প্রতিনিয়ত, অপরদিকে জমি বিক্রয়ের বড় প্ল্যাটফর্ম খুলনার প্রপার্টিজ গুলো নিউ বিশ্বাস প্রকল্প এর মালিক তারেক বিশ্বাস বলেন, সমীর বায়না নিয়ে ক্রেতাদের জমি রেজিস্ট্রি করে দিতে পারছি না, এমনকি আমরা যত জমি বায়না করেছি সেগুলো ও সাধারণ ক্রেতারা আমাদের ভুল বুঝছেন, জমি রেজিস্ট্রি কমে যাওয়ায় বিপদে আছি, তবে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর সন্ধ্যা ৬ থেকে অনলাইন সার্ভার বন্ধ থাকায় ভূমির সকল সেবা প্রদান করতে পারছি না, এতে নামজারি ও রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে, তবে এখনো ভার্সন -২ অনলাইন সার্ভিস টি চালু করতে সময় লাগছে, কিছুদিন পর থেকে উন্নত সেবার মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট