খুলনা ফুলতলা,পথের বাজার পুলিশ চেকপোস্টে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত! শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা! ফুলতলা পথের বাজার চেকপোস্টে অবৈধ মালামাল চেকিং এবং অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য চেকিং এ সাধারণ মানুষের মাঝে মনোবল বৃদ্ধিতে পথের বাজার চেকপোস্টের ইনচার্জ (বিপ্লব কুমার কান্তি) অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, সরজমিনে গিয়ে দেখা মেলে অফিসার ইনচার্জ ( বিপ্লব কুমার কান্তি) সহ সকল চেকপোস্টের পুলিশ সদস্যরা তাদের নিজ দায়িত্যের ভিতর থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন, (বিপ্লব কুমার কান্তি) অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানা যায়, তার আহ্বান সাধারণ মানুষ যেন, পথের বাজার পুলিশ ফাঁড়িকে সহযোগিতা করে, সঠিক তথ্য নিশ্চিত করেন, কোনরকম হিংসারক্ত,ভাবে কাউকে যেন হয়রানি না করা হয়, সঠিক তথ্য নিশ্চিত করতে হবে, এবং আমরা শুধু অপরাধীকেই খুঁজবো অবৈধ মাল আটকাবো, সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে চায় , সাধারণ মানুষের আস্থা আনতে হবে পুলিশের উপর, আস্থা হারালেই চলবে না,