খুলনার দৌলতপুর বাজার কমিটির নির্বাচন স্থগিত, শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,! ত্রুটিপূর্ণ ভোটার তালিকা এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থীদের একাংশের হট্টগোলের কারণে স্থগিত হয়েছে, দৌলতপুর বাজার বণিক সমিতি ত্রি-,বার্ষিক নির্বাচন, সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সোয়া দুই ঘন্টা পর বেলা ১১ টায় বাজারের মাছ পট্টিতে তিনটি বুথে ভোট গ্রহণ শুরু হয়, কিন্তু ভোটগ্রহণ শুরুর এক ঘন্টা পর নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একাংশের হট্টগোলের কারণে বেলা ছোঁয়া ১২,টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি, কমিটির চেয়ারম্যান শেখ মুশারফ হোসেন খুলনা দৈনিক,প্রতিদিনের কণ্ঠস্বরকে বলেন ছবিসহ,ভোটার আইডি কার্ড তৈরিতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে, যাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল ভোট গ্রহনের আগের দিন রাতে জানতে পারি প্রায় ৪০০ ভোটারের ছবি সম্মিলিত আইডির একটা পেনড্রাইভ মিস হয়েছে, পরবর্তীতে রাত থেকে সকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে ২০০ ভোটারের ছবি সম্মিলিত আইডি রেডি করা হয়, এরপর বেলা এগারোটা থেকে ভোট গ্রহণ শুরু হয়, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল কিন্তু বেলা বারোটার কিছু পর কিছু প্রার্থীদের আপত্তি এবং হট্টগোলের কারণে আলোচনা সাপেক্ষে ভোট গ্রহণ স্থাগিত,করা হয়, তিনি বলেন প্রার্থীদের দাবির প্রেক্ষিতে তিনটি বুথ থেকে সিলকূত প্রায় ৬০০ ভোট পুড়িয়ে ফেলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে এ তারিখ চূড়ান্ত করা হবে, নির্বাচনে সভাপতি প্রার্থী শেখ কামাল হোসেন বলেন, ভোটার তালিকায় অনেকের ছবি ছিল না, ত্রুটিপূর্ণ ছিল, নির্বাচন শুরুর ঘন্টাখানেক পর প্রতিপক্ষ হট্টগোল শুরু করে, সর্বোপরি নির্বাচন পরিচালনা কমিটির অযোগ্যতা এবং অদক্ষতার কারণে নির্বাচন স্থগিত হয়েছে, এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) তিন বছর পর অনুষ্ঠিত বাজার বণিক সমিতির এ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে,