1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের, ঢাকা মেডিকেল কলেজ রুগীদের করুন অবস্থার যানজট নিরসনে ( দ্রুত বাস্তবায়ন যোগ্য ) আমাদের প্রস্তাবসমূহ, ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে শুক্রবার 25এপ্রিল খুলনা ডাকবাংলা মোড় বাংলাদেশ হেফাজত মজলিস পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, লামায় হাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু খুলনার ফুলতলায় অবস্থিত “আইয়ান জুট মিলস লিঃ” এর শতাধিক শিশু ও বয়স্করা সম্প্রতি “জসিম ফাউন্ডেশন সিড স্কুল” খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার, রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনে, প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন দিনদুপুরে মোটরসাইকেলের গতি রোধ করে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, খুলনা,

ব্যস্ততম সড়কের মাঝে ৩,টি কালভার্ট তৈরিতে মরণফাঁদে পরিণত হয়ে আছে ,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ব্যস্ততম সড়কের মাঝে ৩,টি কালভার্ট তৈরিতে মরণফাঁদে পরিণত হয়ে আছে , (শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,) ফুলতলা পায় গ্রাম কসবা ২ নং ওয়ার্ডের শীতের ঘাটের সংলগ্ন ব্যস্ততম সড়কের মাঝে একটি কালভার্ট তৈরি করা হয়, তারপর থেকে গ্রামের ভিতর কোনরকম ভাবে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না, এমনকি বাই সাইকেল পর্যন্ত এক কিলোমিটার ঘুরে আসতে হয়, দ্বিতীয়টি দক্ষিণ দিহি আশরাফ হাজির তুলার মিলে সংলগ্ন, সেটিতেও পায়ে হেঁটে উঠতে অনেকের ভয় লাগে, তীব্র নিন্দা জানাই গ্রামবাসী, তৃতীয়টি, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যাবার ব্যস্ততম সড়ক ,দুর্ঘটনায় প্রতিনিয়ত ঘটে চলেছে, পায় গ্রাম কসবায় কালভার্টটির উচ্চতা রাস্তা থেকে ৫ ফুট আনুমানিক, এই ব্যস্ততম সড়কের উপর শুধু একটি কালভার্ট করেই ইঞ্জিনিয়াররা বিদায় নিয়েছেন, লোকজন চলতে পারুক আর না পারুক তাদের দেখার কাজ না, গ্রামের লোকজন কিছুদিন পরপর পায়ে হেঁটে যাবার জন্য বালি মাটি দিয়ে সংস্কার করে, কিছুদিন পর পর, মারাত্মক আকারে ক্ষতির সম্মুখীন হন গ্রামবাসী কালভার্টি থেকে পড়ে গিয়ে অনেকের হাত পা ভেঙ্গে যায় এমনকি, কালভার্ট পার হতে গেলে সাধারন মানুষ একটি বার হলেও, খারাপ বাক্য ব্যবহার করে, আশরাফ হাজির তুলার মিলের সংলগ্ন কালভার্ট পরিদর্শনে গেলে দেখা মেলে একটি মোটরসাইকেল পাশের গর্তে পড়ে আছে, তারই পাশে পড়ে আছে মারাত্মক যখম অবস্থায় রাজঘাটের আমিনুল, তাকে পাশের লোকজন টেনে উঠিয়ে সামরিক চিকিৎসা করছেন, বাকিটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সংলগ্ন কালভার্টটি আপাতত কিছুটা চলাচলের উপযোগী করা হয়েছে, বাকি দুটি মারাত্মক ঝুঁকির মধ্য আছে, অতি দ্রুত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে সরকারিভাবে উদ্যোগের
প্রয়োজন,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট