আলীকদম সেনাজোন কর্তৃক আর্থিক সহায়তা বিতরণ
মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদমে ৩১ বীর আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার আবেদনের প্রেক্ষিতে মাসিক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং) সকালে ৩১ বীর সেনা জোনের আওতাধীন জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে জোন কমান্ডার বিএ-৭৬১৩ লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি,( অধিনায়ক ৩১ বীর ) ও বিএ-৭৭৮১ মেজর মঞ্জুর মোরশেদ ( উপ অধিনায়ক ৩১ বীর ) প্রমূখ উপস্থিত ছিলেন।
সত্রে জানায়,পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোন ( ৩১ বীর ) এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসাও এতিমখানা এবং অসহায় মানুষের চিকিৎসার আবেদনের প্রেক্ষিতে মাসিক আর্থিক অনুদান প্রদান করেন। সর্বমোট ৩,১১,৪৯২/- ( তিন লক্ষ এগারো হাজার চার শত বিরানব্বই টাকা) আর্থিক অনুদান প্রদান করা হয়।
জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম (পিএসসি) বলেন, অত্র ৩১ বীর আলীকদম সেনা জোনের আওতাধীন অঞ্চলে অসহায় হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপজাতি ও বাঙ্গালী বসবাসরতদের সহযোগিতার হাত বাড়িয়ে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদূঢ় করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বজায় থাকবে।