সৌর চালিত সোলার লাইটের দুরবস্থা,,খুলনা ফুলতলা পায় গ্রাম কসবা জাহানপুর কয়েক গ্রামের দক্ষিণ দিহি ভাটপাড়া সৌর চালিত সোলার লাইট মানুষের চলাচলের সুবিধার্থে দেওয়া হয় কিন্তু চলে মাত্র এক থেকে দুই মাস প্রত্যেকটি লাইটই অকার্যকর হয়ে পড়ে আছে এগুলা দেখার কেউ নাই পরিদর্শনে গিয়ে দেখা মেলে পাকারমাখা পঙ্কজ এর মোড়ে শীতের ঘাট মোড়ে খেয়াঘাটে খান জাহানপুরে পায় গ্রাম কসবা, ঈদগা মোড়ে ভাটপাড়া স্কুলের মোড়ে পায় গ্রাম করবা মেম্বারের বাড়ির সামনে সমস্ত সোলার চালিত লাইটগুলো অকার্যকর হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবত এগুলা দেখার কেউ নাই পায় গ্রাম কসবা, দুইটা মেম্বার বসবাস করেন স্বৈরাচারী আমলে বড় বড় নেতা ছিলেন এরা সবাই দায়ভার এড়িয়ে চলতে চায় শুধু মিথ্যে উন্নয়ন স্বপ্ন দেখাতে চাই তাই ফুলতলা উপজেলা মহোদয়গণের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে নজর দিন এবং মেরামতের ব্যবস্থা করুন,,,,, শেখ শহিদুল ইসলাম মিঠু