1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাপের কামুরে মারা গেলেন বৃদ্ধা সালেহা বেগম, মানিকগঞ্জে আ’লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, মাদকের বিরুদ্ধে নিউজ করায় সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক মামুনকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ, খুলনা-৫ ধানের শীষের সম্ভাব্য কাণ্ডারী আলী আজগর লবীর সাংবাদিকদের সাথে মতবিনিময়, মডেল মসজিদগুলো মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে ধর্ম উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ র‍্যালি চাঁদা না দেওয়ায় পুকুরপাড়ের অর্ধশত গাছ কাটলেন ইউপি সদস্য সংস্কার,লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নরসিংদির বাজারে মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড, ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন,

সরাইল এসিলেন্ডের সহযোগিতায় ৮ দিন পর ১৭টি হিন্দু (ঋষি) পরিবারের লোক রাস্তা পেলেন,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

সরাইল এসিলেন্ডের সহযোগিতায় ৮ দিন পর ১৭টি হিন্দু (ঋষি) পরিবারের লোক রাস্তা পেলেন,।

সরাইল উপজেলা প্রতিনিধি :- মোঃ কামাল পাঠান।ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে হিন্দু সম্প্রদায়ের ১৭টি পরিবারের একশত লোকজনের দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা তারের বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে । উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যেপাড়া গ্রামে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ সমস্যার প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ১৭টি পরিবারের পক্ষ থেকে আবু রবি দাস ও হিরা রবি দাস নামে ২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছানকে ঘটনাস্থল পরিদর্শন করে তারের বেড়া খুলে দেয়ার নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে কালিকচ্ছ ইউনিয়নের সূর্য্যকান্দি এলাকার প্রভাবশালী মৃত শুকুর আলী ৫ ছেলে মো. মালেক মিয়া, মোবারক, মোশারফ, মাসুম ও রুহুল মিয়াকে সাথে নিয়ে তাদের বসতবাড়ির সামনে দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তায় লোহার তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে চলাচলের পথ না পেয়ে বাড়ির পেছনে অন্যের ফসলি জমির আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগী ১৭টি পরিবারের লোক।

সরেজমিন গিয়ে দেখা গেছে, হিন্দু সম্প্রদায়ের চলাচলের রাস্তায় সিমেন্টের পিলার দিয়ে তারের বেড়া দেয়া। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান। তিনি মালেক ও মোবারক গংদের সাথে কথা বলে তারের বেড়া খুলে দেন এবং দুপক্ষকে কিছুদিনের মধ্যে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আসার জন্য বলেন, এছাড়াও এ সমস্যা সমাধান করে দিবেন বলে আশ্বস্ত করেন ।

রাস্তা বন্ধ করার বিষয়ে জানতে চাইলে মোবারক বলেন, আমাদের জায়গা দিয়ে তারা সবাই চলাচল করে তাই বন্ধ করে ছিলাম, তাদের চলাচলের রাস্তা পুকুরে। আজ যেহেতু প্রশাসন এসেছে তাই খুলে দিলাম।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, সহকারী কমিশনার (ভূমি) নিজে উপস্থিত থেকে রাস্তা উন্মুক্ত করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট