খুলনা প্রকৌশল ছাত্র সংগঠনসহ( কুয়েটে )সকল রাজনৈতিক দলকে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন,
(শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) ছাত্রদল, ছাত্রলীগ, বৈষম্য বিরোধী, ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন সহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা, আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে তারা লাল কার্ড দেখান ও বিভিন্ন স্লোগান দেন, একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন,
এ সময় শিক্ষার্থীরা, ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, নো ছাত্রদল, নো ছাত্র শিবির, নো বৈবিছাআ, অনলি ছাত্র, রক্ত যখন ঝরছিল প্রশাসন তখন কই ছিল, নিরাপদ ক্যাম্পাস চাই, উই ওয়ান্ট নলেজ নো পলিটিকাল ড্যামেজ, শিক্ষার্থীর রক্ত ঝরে প্রশাসন তামাশা করে, ছাত্র রাজনীতি রেড কার্ড, বহিষ্কার বহিষ্কার জড়িতদের বহিষ্কার, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, তুমি কে আমি কে আবরার আবরার, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, দড়ি ধরে মারো টান ভিসি হবে খান খান,-এসব প্ল্যাকার্ডের সঙ্গে স্লোগান দেন,
লাল কার্ড দেখানোর সময় শিক্ষার্থীরা দাবি করেন, হামলার ঘটনায় ছাত্রদলের যারা জড়িত তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়ের আছে সেটাকে পরিবর্তন করে অর্ডিন্যান্স করতে হবে, যাতে কেউ আদালতে গিয়েও ছাত্র রাজনীতি করার অধিকার ফিরে না পায়,