আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অমর একুশে শহীদ দিবস পালিত
মোঃ মেহেরাজউদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫'। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বর্ণিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় প্রতাকা অর্ধনিমিত করে উত্তোলন, খালি পায়ে প্রভাতফেরি করে শহিদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ দিবস উপলক্ষ্যে ছড়া ও কবিতা পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের কৃর্তি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
সভাপতির সমাপনী বক্তৃতায় এসিপিএসসি'র অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদ বলেন, এইদিনে অত্যন্ত শ্রদ্ধাভরে ভাষা শহিদদের স্মরণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের একুশের চেতনায় উজ্জীবিত হতে দেশপ্রেম অনুপ্রাণিত হওয়ার আহবান জানান।