লামা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির,মাসিকসভা অনুষ্ঠিত
মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ বান্দরবানের লামা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এসময় লামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, লামা থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এখিং মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির নেতা আমির হোসেন আমুসহ ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।