শত বাঁধা বিপত্তির মধ্যেও যুবসমাজকে এগিয়ে যেতে হবে: অধ্যাপক থানজামামোঃ মেহেরাজউদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ দৈনিক আমাদের দেশের খবর ও জিএনবাংলা টিভি চ্যানেল।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেছেন চলার পথ যতোই কন্টকাকীর্ণ হোক না কেন, যতোই বাঁধা বিপত্তি আসুক না কেন যুব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সকালে বান্দরবা পার্বত্য জেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী ইয়ুথ ক্যম্পেইন -২০২৫ উদ্বোধনী শেষে আলোচনা সভায় এসব বলেন তিনি।
তিনি আরো বলেন বান্দরবান পার্বত্য জেলায় ৭টি উপজেলায় প্রত্যেক যুবকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। চলার পথ যতোই কন্টকাকীর্ণ হোক না কেন, যতোই বাঁধা বিপত্তি আসুক না কেন সকল বাঁধা অতিক্রম করে যুব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। বান্দরবানের উৎপাদিত কৃষিপণ্য থেকে শুরু করে যুব সমাজের সৃজনশীল কর্মকান্ড,শিক্ষা-দীক্ষা যুব সমাজকে এমনভাবে অর্জন করতে হবে যাহাতে জাতীয়ভাবে অংশীদারিত্বে সম্মৃদ্ধি অর্জন করে উন্নয়নে অবদান রাখতে পারে। আজকের যুবক আগামীদিনের কর্ণধার হবে বলে উল্লেখ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
আস্থার দিপ্তী,তারুণ্যের শক্তি শ্ৰোগানে ইয়ুথ ক্যম্পেইন -২০২৫ ইয়ুথ গ্রুপ ও আস্থা নাগরিক প্লাটফর্ম আয়োজিত রুপান্তর এর সহযোগিতায় –
গ্রাউস , বান্দরবান এর বাস্তবায়নে গ্রাউস নির্বাহী পরিচালক চাই সিং মং এর সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য যথাক্রমে এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, ম্যা ম্যা নু মারমা, মোঃ নাছির উদ্দিন, জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি অং চ মং মারমা, রুপান্তর এর নির্বাহী পরিচলক স্বপন কুমার গুহ, অডিট ম্যানেজার মোঃ মোস্তফা কামাল গ্রাউস এর উপনির্বাহী পরিচালক চিৎময় মুরুং বক্তব্য রাখেন।
রোয়াংছড়ি, রুমা,থানচি, লামা,আলিকদম, নাইক্ষংছড়ি ও বান্দরবান সদর উপজেলার ইয়ুথ গ্রুপের সদস্যসহ জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বেলুন, পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী ইয়ুথ ক্যম্পেইন -২০২৫ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিকেলে ইয়ুথ সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্টান পরিবেশন করা হয়।