গতকাল ভূয়াপুর উপজেলা সালদাইর নূরে মদিনা মাদ্রাসায় ইফতার পার্টি ও এলাকা বাসির রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মোঃ আনিসুজ্জামান
সংবাদদাতা
টাঙ্গাইল।
গতকাল ইউসুফ আলী ও তাহার একমাত্র ছেলে ডাক্তার সাদিকুল ইসলাম এলাকা বাসির রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করে। এতে এলাকার সকল ধর্মপ্রাণ মানুষ দোয়ায় অংশগ্রহণ করে। সকাল থেকে ডাক্তার সাদিকুল ইসলাম গ্রামের ফ্রি চিকিৎসা দেন। এতে করে গ্রামের লোক জন অনেক খুশি হয়েছে। তারা বলছে যে গ্রামে যদি এসে মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে তা হলে গ্রামের মানুষ উপকৃত হবে।