খুলনা বিভাগের, খুলনা, যশোর জেলা বাঘার পাড়া,মাহমুদপুর থানাধীনএলাকায়,
তারিখ : ৮/0৩/ ২০২৫, জুলিয়া : জসিম ফাউন্ডেশন সীড স্কুল
মোবাইল নম্বর -: ০১৬১১২২ ৪৯৪৯/ ০১৪০১ ৩৮০ ৪৯৮/
আগামী এপ্রিল থেকে রোজার বন্ধের পরে, যথারীতি স্কুলটি আবার চালু হতে যাচ্ছে, জসিম স্যার উক্ত স্কুলটির সার্বিক আনুষ্ঠানিকতা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে এই ব্যাপারে বিশদ আলোচনা সম্পন্ন করেছেন। সন্ধ্যায় ইফতারের কার্যক্রম শেষে ফুলতলার উদ্দেশ্যে জসিম স্যার রওনা করেন। উক্ত স্কুলটি ভিজিট করতে চাইলে , ফুলতলা থেকে বসুন্দিয়ার মোড়ে যশোর যেতে হবে । তারপর বসুন্দিয়া মোড় থেকে জুলিয়ার স্কুল ভ্যান অথবা রিক্সায় ৫০ টাকা জন প্রতি ভাড়া প্রয়োজন হবে।
ধন্যবাদান্তে
এস এম জসিম উদ্দিন ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট অফ জসিম ফাউন্ডেশন সীড স্কুল, খুলনা।