ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনী,
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,
বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত সভা নিয়ে ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্য বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী বৈঠক শীর্ষক আজ মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত নিবন্ধনটি বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টিতে সাংবাদিকতার অপচর্চা ও একসময়ের স্বনামধন্য সংবাদমাধ্যমের ভুল তথ্য সরবরাহকারীতে পরিণত হওয়ায় একটি জ্বলন্ত উদাহরণ,
মঙ্গলবার দুপুরে আয়: বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনের খবর জানানো হয়,
আই এস পি আরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিবেদনটিতে কোন নির্ভরযোগ্য সূত্র বা যাচাই যোগ্য প্রমাণ নেই, যা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে, নিবন্ধে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও আসন্ন অভ্যুত্থানের দাবি সম্পূর্ণ প্রতারণামূলক, এটা অত্যন্ত উদ্বেগ জনক যে ইন্ডিয়া টুডে যথাযথ সতর্কতা বা সাংবাদিকতার সততার প্রতি দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই চাঞ্চল্যকর গল্প প্রকাশ করে চলেছে,
এটাই প্রথম নয় যে ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, গত ( ১১ মার্চ) আমরা যে প্রতিবাদ লিপি প্রকাশ করেছিলাম, এখানেও একই ধরনের বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল প্রতিবেদনের চিত্র উন্মোচিত ও অভিযোগ খন্ডন করা হয়েছিল, ইন্ডিয়া টুডে সম্পাদকীয় অনুশীলন গুলো তথ্য প্রতিবেদন থেকে সত্যের নামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরীর দিকে সরে গেছে বলে মনে হচ্ছে, যা এই ধরনের মিথ্যা গল্প প্রচারের একটি উদ্বেগজনক প্রতিফলন,
বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে এবং গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখবে আমরা ইন্ডিয়া টুডে সহ সমস্ত সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নিয়োজিত হতে এবং ভিত্তিহীন ও ক্ষতিকর দাবি প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাই, যা,কেবল এই দুই মহান জাতির মধ্য অপ্রয়োজনীয় বিভাজন ও অবিশ্বাস্য তৈরি করে,