1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের, ঢাকা মেডিকেল কলেজ রুগীদের করুন অবস্থার যানজট নিরসনে ( দ্রুত বাস্তবায়ন যোগ্য ) আমাদের প্রস্তাবসমূহ, ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে শুক্রবার 25এপ্রিল খুলনা ডাকবাংলা মোড় বাংলাদেশ হেফাজত মজলিস পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, লামায় হাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু খুলনার ফুলতলায় অবস্থিত “আইয়ান জুট মিলস লিঃ” এর শতাধিক শিশু ও বয়স্করা সম্প্রতি “জসিম ফাউন্ডেশন সিড স্কুল” খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার, রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনে, প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন দিনদুপুরে মোটরসাইকেলের গতি রোধ করে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, খুলনা,

যুবদল মিরানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ,মাগুরা জেলা ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

যুবদল মিরানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ,মাগুরা জেলা ,প্রতিনিধিঃ অমলেন্দু সরকার মাগুরা নিউজ, দৈনিক আমাদের দেশের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাগুরা জেলার শাখার অন্যতম সদস্য মোঃ মিরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) বিকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন সদস্য, সচিব বদরুল আলম লিটু, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম এছাড়াও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়। বিক্ষোভ মিছিলে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুতই গ্রেফতারের দাবীতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, মিরানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।এরকম নজিরবিহীন ঘটনা আর কোথাও যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা আরও বলেন, সরকার বিএনপি নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সব নেতা–কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট