আজ ১৩ই এপ্রিল ২০২৫ রবিবার। রাতে ঢাকার লাম্যারেডিয়ান হোটেলে পাকিস্তানের জাতীয় দিবসে, নিউজ দৈনিক আমাদের দেশের খবর, (২৩শে মার্চ জাতীয় দিন্বস) অনুষ্ঠানে সবার মাঝে আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় তরুণ সংঘ এর প্রতি দেশী পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা,কুটনৈতিক ও ব্যাবসায়ী সাংবাদিক, বিশ্ব বিদ্যালয় অধ্যাপকবৃন্দ রাজনৈতিক, এনজিও নেতৃবৃন্দের আগ্রহ ও সুপরিচয় দেখে সবার প্রশংসা অর্জন করে। ১মছবিতে পাকিস্তানের হাইকমিশনার ও মিসেস সৈয়দ আহমেদ মারুফ মিলিটারি এ্যাটাচী সহ জনাব ও মিসেস ফজলুল হককে স্বাগত জানান। ( ২) ণ নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল এর সাথে (৩) চীনের রাস্ট্রদুতের সাথে ( ৪ ) কানাডার হাইকমিশনারের সাথে। যোগাযোগ +৮৮ ০১৭১১৫৪২৯১৬, +৮৮০১৮৪১৫৪২৯১৬