খাগড়াছড়িতে বিঝুতে বেড়াতে এসে অপহরণ ৬
খাগড়াছড়ি প্রতিনিধি :আরিফুল ইসলাম মহিন,
খাগড়াছড়িতে বিঝু উৎসবে বেড়ানো শেষে বাড়িতে ফেরার পথে ৬ জন অপহরণের শিকার হয়েছে।
খাগড়াছড়িতে বিঝুতে বেড়াতে গিয়ে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬.৩০ টায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পিসিপি চবি শাখার সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন ছাত্রকে অপহরণ করেছে ইউপিডিএফের সন্ত্রাসীরা। সেইসাথে টমটম ড্রাইভারকেও তুলে নিয়ে গেছে!
অপহৃত শিক্ষার্থীরা হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো, চারুকলা ডিপার্টমেন্টের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘চবির ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে অপহরণের বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন জড়িত থাকতে পারে। আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি।’
আরিফুল ইসলাম মহিন
খাগড়াছড়ি প্রতিনিধি
০১৫১৬১৯৫৪২৫ /