1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাপের কামুরে মারা গেলেন বৃদ্ধা সালেহা বেগম, মানিকগঞ্জে আ’লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, মাদকের বিরুদ্ধে নিউজ করায় সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক মামুনকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ, খুলনা-৫ ধানের শীষের সম্ভাব্য কাণ্ডারী আলী আজগর লবীর সাংবাদিকদের সাথে মতবিনিময়, মডেল মসজিদগুলো মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে ধর্ম উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ র‍্যালি চাঁদা না দেওয়ায় পুকুরপাড়ের অর্ধশত গাছ কাটলেন ইউপি সদস্য সংস্কার,লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নরসিংদির বাজারে মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড, ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন,

খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার,

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার, নিউজ দৈনিক আমাদের দেশের খবর, বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার, কে,এম,পি,খুলনা,।। আজ বুধবার সকাল ৯ঘটিকায় খুলনা বয়রা পুলিশ লাইন্সে কে,এম,পি’ র আয়োজনে অনুষ্ঠিত হয় ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে মতবিনিময় সভা। খুলনা নগরস্থ প্রায় সাড়ে তিনশ ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময়ে খুলনা নগরকে যানযট মুক্ত করে পরি ছন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কে,এম,পি র বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করানো হয়। ভিডিও ফুটেজ তুলে ধরা হয় খুলনা শহর সহ বিভিন্ন জায়গার ইজিবাইকের মুভমেন্ট, গতি বিধি, নিয়ম নীতি, দূর্ঘটনা সহ নানাবিধ ভিডিও ফুটেজ ও গঠন মুলক আলোচনা। আলোচনার এক পর্যায়ে উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের বিভিন্ন মতামত। কি ভাবে চালাতে হবে ইজিবাইক তার ই সু স্পষ্ট নিয়ম নীতি উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের মাঝ থেকে। যোগ বিয়োজন করে মতামত পোষণ করে শৃঙ্খলা মেনে ইজিবাইক চালানো কথা তুলে ধরেন, কে,এম,পি’ র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি আরো বলেন, কে,এম,পি র তত্ত্বাবধানে পত্যেক ইজিবাইক চালককে ট্রেনিং দেওয়া হবে, নেওয়া হবে না কোন ফি, ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সনদ প্রদান করা হবে। তিনি আরো জানান, খুলনা নগরকে যানযট মুক্ত ও দূর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে হলে অ দক্খ্য চালক, যেখানে সেখানে ওঠা নামা সহ নানাবিধ সমস্যায় এ ট্রেনিং অতি আবশ্যক বলে আমি মনে করি। প্রথমত ৫/৫০০ হাজারের মতো ইজিবাইককে এ আইনের আওতায় আনা হবে পরবর্তী তে আবার প্রয়োজন হলে ধারাবাহিকতায় আবারও এ ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সনদ দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। পরি শেষে খুলনার শহর হোক যনযাট মুক্ত, দূর্ঘটনা সহ নানাবিধ সমাস্যা মুক্ত, গড়ে উঠুক সুখ ও শান্তি ও শৃঙ্খলা র নগর এই আশা বাদ ব্যক্তকরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট