দেশে ফিরেছেন খালেদা জিয়া,
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর, ,০৬ মে ২০২৫, নিউজ, বিশেষ প্রতিনিধি, মোঃ সাহাজাদি কায়সার,
দেশে ফিরেছেন খালেদা জিয়া ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া,
যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ রাজকীয় বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
দেশে ফিরেছেন খালেদা জিয়াঢাকায় বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়া
খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিগত বছরগুলোতে শামিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করলেও ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এই প্রথম দেশে ফিরতে পারলেন জুবাইদা রহমান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে ফিরেছেন খালেদা জিয়াঢাকায় পৌঁছানোর পর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান, ভোর থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা
‘ফিরোজার’ নিরাপত্তায় সেনাবাহিনী
খালেদার পথ চেয়ে ‘ফিরোজা’, অপেক্ষা ফুরোচ্ছে নেতাকর্মীদের
খালেদার ফেরা নিয়ে যানজট এড়াতে ডিএমপির ১০ নির্দেশনা
দলের প্রধানকে স্বাগত জানাতে এদিন ভোর থেকে বিমানবন্দর এলাকায় সড়কের দুপাশের ফুটপাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দরের সড়কের দুপাশে অবস্থান নেন।দেশে ফিরেছেন খালেদা জিয়াখালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল,
দলীয় সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাবেন।
নেতাকর্মীর অবস্থান ঘিরে গুলশানে বাসভবনের সামনে, বনানী-খিলক্ষেত সড়কে ও বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র্যাব, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
দেশে ফিরেছেন খালেদা জিয়াধানের ছড়ার টুপি পরে নেত্রীকে শুভেচ্ছা জানান এই কর্মী:
এর আগে মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমান (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) খালেদা জিয়া ও সফরসঙ্গীদের নিয়ে দোহা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
দেশে ফিরেছেন খালেদা জিয়া
বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। ওইদিন লন্ডনের বাসা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে হিথ্রো বিমানবন্দরের পৌঁছে দেন। বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল, জিএনবাংলা টিভি চ্যানেল ও দৈনিক আমাদের দেশের খবর সহ অনলাইন নিউজ দেখুন সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ দেখুন,