“হ্যাপি দ্যা ম্যান, ইংরেজিতে পারদর্শী উপস্থাপন করায় পুরস্কার তুলে দিলেন মাস্টার আ: হামিদকে, খুলনা নর্দান,নিউজ, দৈনিক আমাদের দেশের খবর, ইউনিভার্সিটির ভিসি আনোয়ার এইচ জোয়ার্দার।। অবসর জীবনে সহযোদ্ধা ডিসি কামরুল ইসলাম কে সাথে নিয়ে নর্দান ইউনিভার্সিটির ভিসি আনোয়ার এইচ জোয়ার্দারের সাময়িক সাক্ষাৎ কালে, একজন সুখী মানুষের জীবন বৃত্তান্ত উপস্থাপন করলেন, সাতক্ষীরা আশা শুনি উপজেলার আনু লিয়া ইউনিয়নের চেচুঁয়াগ্রামের ইংরেজি অবসর শিক্ষক সরদার আ: হামিদ সাহেব।”শিক্ষা জাতির মেরুদণ্ড ” তার সুস্পষ্ট বর্ণনা দিতে গিয়ে এ আলোচনার সম্মুখীন হন বিভিন্ন ভক্তঅনুরাগী বিদ্যানুরাগী জ্ঞানীজন এ ব্যাক্তি।পরিশেষে বলেন, ” একটি আলোর শিখা থেকে, লক্ষ প্রদীপ জ্বলে? একটি শিশু মানুষ হলে, বিশ্ব জগৎ মেলে”।