বান্দরবানে ১২ বছরের ম্রো শিশু ধর্ষিত,
মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ দৈনিক আমাদের দেশের খবর,নিউজ,
কাঁকড়া খুঁজতে গিয়ে ১২ বছরের ম্রো শিশু ধর্ষিত
বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলীপাড়ায় রাতে ঝিড়িতে কাঁকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো জনগোষ্ঠীর এক শিশু (১২)।
শনিবার (৭ জুন) রাতে কুহালং ইউনিয়নের বাকীছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণে অভিযুক্ত মেন ইয়া ম্রো (৪০) কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড -বাকীছড়া বটতলী গোদার পাড় এলাকার মেন চং ম্রো"র ছেলে।
শিশুটির মা জানায়, দুই শিশুকে নিয়ে মেন ইয়া ম্রো (৪০) নামে এক ব্যক্তি সন্ধ্যায় ঝিড়িতে কাঁকড়া ধরতে যায়। ঝিড়িতে কাঁকড়া খুঁজতে খুঁজতে রাত বেশি হলে মেন ইয়া ম্রো বলে যে বাড়ি থেকে তো অনেক দূরে এসেছি, তাই আমরা আজ রাতে টংঘরে ঘুমিয়ে সকালে বাড়িতে ফিরবো। সেই টংঘরে রাতে অবস্থান করার সময় মেন ইয়া ম্রো তার মেয়েকে ধর্ষণ করে।
গভীর রাতে মেয়েটি চিৎকার করে বাড়িতে রক্তাক্ত অবস্থায় ফিরে এলে কারণ জিজ্ঞাসা করলে তার মাকে সে জানায় মেন ইয়া ম্রো তাকে ধর্ষণ করেছে। তখন পাড়ার লোকজন মিলে ভোরে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়