*বিলুপ্ত হতে যাচ্ছে কয়রা বেদ কাশী র দাতব্যচিকিৎসালয় ভবনটি, তদারকির জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নের কর্মকর্তা ও প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ। নিউজ, দৈনিক আমাদের দেশের খবর,১৮ জুন ২০২৫, খুলনা জেলা, বিশেষ প্রতিনিধির টিমের সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ, সাধারণ মানুষের ও এলাকায় বাসীর দাবি, খুলনার কয়রা উপজেলার ২নং কয়রায় বহুদিনের নির্মিত দাতব্যচিকিৎসালয় ভবনটি অবহেলিত ও বেহালদৃশ্যে পড়ে আছে দীর্ঘ দিন ধরে। নেই কোন তদারকি স্বাস্থ্যসেবা উন্নয়নের কর্মকর্তা দের সুদৃষ্টি, এমন কি নেই কোন স্বাস্থ্য খাতের সুচিকিৎসক। ৫ ই আগস্টের পুর্ব সময় জরাজীর্ণ ভাবে দাতব্যচিকিৎসালয় টি জীর্ণ শীর্ণ ভাবে চলতে থাকায় বর্তমানে দীর্ঘদিন ধরে ডাক্তার বিহীন অপতিত হয়ে পড়ে আছে এই ভবন টি। দেখে মনে হচ্ছে, এ যেন সাপ ও বিচ্ছুর আবাসস্থল। নেই কোন চিকিৎসার কার্যক্রম।একদিকে জনবিচ্ছিন্ন লোকালয় আ য় লা- আ ম্পা ন -ও রি মা লে তান্ডবে জনমনে র উপর বিশাল আতংকিত অবস্থা য় জীবন যাপন করে আসছে, অপর দিকে মানূষের মৌলিক অধিকার সু চিকৎসা হতে বঞ্চিত হতে বসেছে জন বসতির বিধস্ত এলাকার লোকজন। আর এমতাবস্থায় ব্যাপক খোভের সৃস্ঠি হয়ে উঠেছে গোটা উ: বেদ কাশী ও কয়রা ইউনিয়নের পাশাপাশি অবস্থানরত হতদরিদ্র,নিম্ন ও নিম্ন মধ্যেবিত্ত পরিবারের শিশু থেকে আবালবৃদ্ধবনিতা দের মধ্যে। এক বিশেষ সাক্ষাৎ কারে উঠে আসে, তাদের এই দূ:খ দূরদর্শা ও অমানবিক বুকে চাপা কষ্টের কথা, এহেন পরিস্থিতিতে কয়রা বেদকাশী দাতব্য চিকিৎসালয় ভবনটি পূন:নির্মাণ ও সচল করে দ্রুত সাস্থ্য সেবা ফিরে পেতে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। বিভিন্ন ধরনের গণমাধ্যমের কাজে নিয়োজিত মোঃ নাসির উদ্দীন গাজী,বলেন এটা সমাধান করার দরকার,