বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন।
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর,
নিউজ,বিশেষ, প্রতিনিধি এর তথ্যের অনুসন্ধানের নিউজ,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি এলাকা মিয়ানমারের সিমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক বাংলাদেশি যুবকের পা হারিযেছে ।
রবিবার(২২জুন) দুপুর ১২ টার সময় জামছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার -৪৪ এর পয়েন্ট সংলগ্ন জিরো লাইনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আহত যুবক আরাফাতুল ইসলাম সীমান্তে তার বাবার সাথে বাঁশ সংগ্রহ করতে গিয়ে মাইনে পা রাখলে তার একটি পায়ে গুরুতর আঘাত লাগে।আহত কিশোর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৮নং ওয়ার্ড জামছড়ি এলাকারখুইল্যা মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আরাফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে অবৈধ চলাচল রোধে তৎপরতা জোরদার করা হয়েছে। এবিষয়ে নাইক্ষ্যলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি শুনেছেন কিন্তু আহত কিশোরের বিস্তারিত পরিচয় কিছু জানেনা বলে জানান তিনি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্র্যপ্ত কর্মকর্তা মশরুরুর হক জানান ঘটনাটি সঠিক।উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তে এর আগেও মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।