খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃএর ৫২ তম বার্ষিক সাধারণ সভা,২০২৫।
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন,
বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার
অদ্য ইং ১৯ শে জুলাই খুলনা জেলা আইনজীবি সমিতির মিলয়াতনে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর বর্তমান ব্যবস্থাপনা কমিটির আয়োজিত ৫২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন, জনাব এস,এম, ফরিদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়েদ জসীম উদ্দীন,বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ মোস্তফা কামাল খু,মেট্রোপলিটন স,সমিতি ও জনাব আবু হেনা মুক্তি, দৈনিক ইনকিলাব ও নিউজ ২৪ঘন্টার সম্পাদক,। উপস্থিত ছিলেন কাজী শফিকুল ইসলাম, এ্যাডঃ লুৎফুল বারী( সুমন) সহ অত্র সমবায় ব্যাংকের খুলনা ডুমুরিয়া ফুলতলা দা’কোপ বটিয়াঘাটা দূর দূরন্ত পাইকগাছা ও কয়রার সদস্য বৃন্দ গন। আমন্ত্রিত অতিথিদের কে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন অত্র সমবায় ব্যাংকের ব্যক্তি বর্গগন। বার্ষিক সাধারণ সভা য় সভাপতি ফরিদ রানা ও বিশেষ অতিথিদ্বয় অত্র অনুষ্ঠানে উপস্থিত নিয়মিত মাসিক জমাদান সদস্যদের কে সম্মনা ক্রেস্টসহ উপহার বিতরণ করেন। সমবায় ব্যাংকের নিয়মিত সদস্যদের সন্তানদের মাঝে কৃতি মেধাবী শিক্ষার্থীদের সম্মনা সার্টিফিকেট সহ ক্রেস্ট ও নগদ অর্থ ও তুলে দেন। পরিশেষে সভাপতি এস,এম,ফরিদ রানা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর সকল বেগ ভাল গঠনমুলক আলোচনা করে সকল কে ধন্যবাদ দিয়ে ৫২ তম বার্ষিক সাধারণ সভা কে সমাপ্তি ঘোষণা করেন।