এবার সমাবেশ থেকে নির্বাচন পদ্ধতি বদলানোসহ সাত দাবি তুললো জামায়াত
সোহারাওয়ার্দী উদ্যানে জামায়াতের সভা মঞ্চ
ক্যাপশান,সোহারাওয়ার্দী উদ্যানে জামায়াতের সভা মঞ্চ,
এক ঘন্টা আগে,নিউজ দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন,বিশেষ প্রতিনিধি:মাহাবুব হোসেন,
আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির ভোট, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করাসহ সাত দাবি এবং আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে।
আওয়ামী লীগ সরকার পতনের পর শনিবার প্রথম বারের মতো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।
এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে সংসদ নির্বাচন ব্যবস্থা বদলানোর দাবি তুললেও এবার সমাবেশ থেকে সেই দাবি স্পষ্ট করলো দলটি, যে দাবি নিয়ে অন্যতম আরেক রাজনৈতিক দল বিএনপি পুরোপুরি ভিন্ন অবস্থানে আছে।
শনিবারের এই সমাবেশ থেকে আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এরপরই সভা মঞ্চে টানা দুইবার অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।
এই বক্তব্যে জামায়াতের আমির ঘোষণা দেন, আগামীতে দলের কেউ এমপি মন্ত্রী হলে কিংবা সরকার গঠন করলে তারা সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না, চড়বে না ট্যাক্স বিহীন গাড়িতে।