
সাবেক ছাত্র ও যুব নেতা মোঃ জাকির হোসেন বাবু কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন মতবিনিময় ও আলোচনা করেন, কে,এম,সি,এইচ গেটের সদস্যবৃন্দ। আজ বুধবার ২৩জুলাই ২০২৫, নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন,রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন K,M,C,H গেটের সদস্য আল আমিন,মোঃ জুয়েল, জিল্লুর রহমান (জুয়েল), জুয়েল টেলিকম,আমিনুর হোসেন আমিন সাহসিক কর্মী, শামীমুর রহমান শামীম, ছাত্র নেতা কমার্স কলেজের সাংগঠনিক সম্পাদক নাজির মাহমুদ ( নীবিড়), মহানগর যুবদলের সাহসী ও দুর্দিনের কান্ডারী আরভীন নোমান সহ এলাকার BNP অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।