নিউইর্য়ক প্রবাসী শিলা”র মা ও লিটনের শাশুড়ি খুরশিদা বেগমের ইন্তেকাল করেন, নিউজ দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন, নিউইয়র্কে থেকে বিশেষ প্রতিনিধি: হাকিকুল ইসলাম খোকন। বাপসনিউজঃ নিউইয়র্ক প্রবাসী সাংস্কৃতিক দম্পতি তসলিমা আক্তার শিলা”র মা এবং আনোয়ার হোসেন লিটনের শাশুড়ি খুরশিদা বেগম গত মঙ্গলবার,১৫ জুলাই ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।তিনি ( বিগত ৪০ বছর থেকে ঢাকা খিলগাঁও তিলপাপাড়া নিজেদের এপার্টমেন্টে বসবাস করতেন) মরহোমা খুরশিদা বেগম দীর্ঘদিন থেকে অসুস্থতার ভুগছিলেন।গত দশদিন যাবত ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।গত মঙ্গলবার,১৫ জুলাই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার সকালে ঢাকার খিলগাঁও কবরস্থানে মরহোমর দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই ছেলে রাজধানীতে থাকেন এবং দুই মেয়ে আমেরিকা প্রবাসী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।ছবিতে মাঝে মরহুমা খুরশিদা বেগম।বামে মেয়ে তসলিমা আক্তার শিলা এবং ডানে হাজী আনোয়ার হোসেন লিটন।