বান্দরবানে মোবাইল কোর্টে জরিমানা ও পলিথিন জব্দ,
নিউজ,দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে পরিবেশ অধিদপ্তর বান্দরবান ও উপজেলা প্রশাসন বান্দরবান এর যৌথ উদ্যোগে ০৫ নং গলি, বান্দরবান বাজার,বান্দরবান সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০১টি মামলায় ২,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং প্রায় ৮৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বান্দরবান পার্বত্য বান্দরবান সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হিরামণি এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
এ ছাড়া সার্বিক সহযোগিতা করেন তুষার কান্তি নাথ ও অসিত কুমার চৌধুরী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।