সমাজ সেবা ও মানবাধিকারে বিশেষ অবদানের জন্য "নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫" অর্জন নারায়ণগঞ্জের কৃতি সন্তান
মোঃ হুমায়ুন কবীর মৃধা.
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
মোঃ হাবিবুল্লাহ
বিশেষ প্রতিনিধি
গতকাল ২৬সে জুলাই ২০২৫ রোজ শনিবার , বিকেল ৪টা থেকে সন্ধ্যা ১০টা পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মটর, ঢাকায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়,বিভিন্ন শ্রেণি পেশায় বিশেষ অবদান রাখায় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ এর ১৫জন গুনিজনকে মনোনীত করেন নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সাউথ আফ্রিকা! সংবর্ধিত গুনি মানুষকে পুরস্কার প্রদান করা হয়!
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শক্তিমান অভিনেতা খলিলুর রহমানক, গোল্ড মেডেলিষ্ট কবি পুষপেন রায়, নিউ জেনারেশনের চেয়ারম্যান ও মহাপরিচালক রাকিব আলী সহ অনেকে. পুরস্কার গ্রহণ করে মোঃ হুমায়ুন কবীর মৃধা বলে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেয়ে আমি গর্বিত
জমকালো আয়োজনে উপস্থিত সাংবাদিক, লেখক, সংগঠক, সমাজ সেবক, নারী উদ্দোক্তা সহ গুনি ব্যাক্তিবর্গ.
উল্লেখ্য মোঃ হুমায়ুন কবীর মৃধা, সাবেক প্রেসিডেন্ট, রোটারেক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল এবং CEHRLA আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাংলাদেশ এর সহকারী পরিচালক ও বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ছারাও বিভিন্ন সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠন অবদান রয়েছে!
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মোছাম্মত মিথলা (চ্যানেল আই)
মিডিয়া পার্টনার এ টি এন বাংলা ও মাই টিভি, অনুষ্ঠান অরগানাইজেশানের দায়িত্বে ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ.
স্পনসর করেছে:
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সাউথ আফ্রিকা!