খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে আমার চোখে জুলাই বিপ্লব, নাটক প্রদর্শনীতে,
নিউজ,দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা,
সোমবার সন্ধ্যা ৭,টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত মঞ্চ নাটক, আমার চোখের জুলাই বিপ্লব, (ভয়েস অফ জুলাই) ট্যাশান শো খুলনা জেলা প্রশাসন ও খুলনা জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগ ও বাস্তবায়নে আয়োজিত সংস্কৃতি সন্ধ্যা নতুন প্রজন্মের চেতনায় নাড়া দিয়েছে,
নাটকটি ছিল এক সাথক প্রতিবিম্বড় যেখানে উঠে এসেছে সামাজিক সংকট, প্রতিরোধ, এবং গণতন্ত্রের চেতনাকে সামনে রেখে ওষু বিপ্লবের ভাবনা ও বার্তা, নাটকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, এবং সবার মাঝে এক অনন্য দৃষ্টিভঙ্গি ও দেশপ্রেমের স্পুহা সৃষ্টি করে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক, মোঃ সাইফুল ইসলাম, তার পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর সম্মানিত প্রেসিডেন্ট ও লিও ক্লাব অফ অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির চিফ অ্যন্ডভাইজার, আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান এম যে
এফ, তিনি সংস্কৃতি কর্মকান্ডের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন এবং খুলনায় এমন আয়োজনকে সাধুবাদ জানান, এবং মঞ্চ নাটকের শিল্পীদের ও স্কাউট ছাত্রীদের নানাভাবে উৎসাহিত করেন, উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান একজন বহুমাত্রিক সামাজিক সংগঠক তিনি বাংলা একাডেমীর আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ স্কাউট গাইড ফেলেশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, (BSTQM)-এর একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে জাতি গঠনে ভূমিকা রেখে চলেছেন, এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (IBFB)এর সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা খুলনা অঞ্চলের উন্নয়নের তার অবিচল অঙ্গীকারের প্রমাণ বহন করে, সাংস্কৃতিক বিকাশ ও মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন এ ধরনের উদ্যোগ আরো ও সম্প্রসারিত হোক এমন প্রত্যাশা জানিয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিল্পী ও সাংস্কৃতিক অনুরাগীরা, তাকে কাছে পেয়ে আনন্দিত, নাটক প্রদর্শনী শিল্পী বিন্দু, তিনি খুলনা শহরের বিভিন্ন ডায়াবেটিস সেন্টারে পরিদর্শন করেন, এবং পরামর্শ প্রদান করেন,