খুলনা,কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথ সভাওআনন্দ মিছিল, নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন, রিপোর্টার কয়রা প্রতিনিধি মোঃ ফারুক গাইন।
৫ই আগস্ট২০২৫ উপলক্ষে খুলনা কয়রা উপজেলার জামায়াতে ইসলামীর উদ্দ্যেগে বিশাল আনন্দ মিছিলের আয়োজন করে, এ সময়ে উপস্থিত ছিলেন কয়রা পাইকগাছা জামায়াতে ইসলামীর খুলনা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ সহ দলের সিনিয়র জুনিয়ার নেতা কর্মিরা ও এতদাঞ্চলের জামায়েত ভক্ত অনুরাগী সদস্যগন।