খুলনা তেঁতুল তলা মোড়ে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুঙ্খানের ঐতিহাসিক বিজয় বার্ষিকী ও র্যালী প্রদর্শিনী পালন করেন নজরুল ইসলাম মঞ্জু গ্রুপ।খুলনা থেকে বিশেষ প্রতিনিধি :বিশেষ প্রতিনিধি:মোঃ রফিকুল ইসলাম, নিউজ দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন,ও জিএনবাংলা টিভি চ্যানেলে সরাসরি লাইভে ভিডিও দেখুন।
আলোচনা মন্ঞে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মঞ্জু, আরিফুজ্জামান অপু, সাবেক সফল মেয়র মনিরুজ্জামান মনি, সহ বি,এন,পি অঙ্গ সংগঠনের ছাত্র দল,যুবদল স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল সহ বি,এন,পি,অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা – কর্মি। আলোচনা শেষে র্যালী নিয়ে খুলনা রয়েলের মোড়ে অবস্থান করে আবারো তেঁতুল তলা মোড়ে ফিরে সন্ধায় বিভিন্ন শিল্পিদের নিয়ে কনসার্টের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।