1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্বৈরাচারী সরকারের পালিত প্রতারকের, মিথ্যা মামলার নির্যাতন, হত্যা মামলার আসামী স্বদেশ ও ওসমান বাহিনীর সহযোগী রাহামনি প্রকাশ্যে খুলনা খানজাহান আলী থানা লাটেক্স পিছনে  অজ্ঞাতনামা যুবকের লা/শ উদ্ধার. কয়রায় ধান ক্ষেতে বিদ্যুৎস্পর্শে যুবকের মর্মান্তিক মৃত্যু: খুলনা ফুলতলা রেলওয়ে স্টেশন চত্বর বাংলাদেশ জামায়াতে ইসলামি বিশাল ভোটার সমাবেশ, খুলনা ২ নং কাস্টমস ঘাটে ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি, খুলনা ২ নং কাস্টমস ঘাটে ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি, পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন, এইচএসসিতে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ, লামায় বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান, অর্থদন্ড

খুলনার গিলাতলায় প্রতিবন্ধী যুবককে ধারালো অস্ত্র দেখিয়ে ৬ মাস যাবত বলাৎকার,

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

খুলনার গিলাতলায় প্রতিবন্ধী যুবককে ধারালো অস্ত্র দেখিয়ে ৬ মাস যাবত বলাৎকার, নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।

বিশেষ প্রতিনিধি:আতিকুর রহমান:

খুলনার ফুলতলা উপজেলাধীন গিলাতলা গ্রামের ৫ নং ওয়ার্ডের মোঃ মোহন খানের প্রতিবন্ধী ছেলে লিমন খান(১৮) কে তারই প্রতিবেশী রাকিব শেখ, পিতা শহিদ শেখ দীর্ঘ প্রায় ছয় মাস যাবত ধারালো অস্ত্রের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বলাৎকার করিয়া আসিতেছে বলে জানা যায়। এই মর্মে ভুক্তভোগির পিতা মোহন খান খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং- ২, তারিখ- ০৫/০৮/২০২৫ ইং।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী রাকিব দীর্ঘ প্রায় ছয় মাস যাবত তার ছেলে লিমনকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি, বিভিন্ন রকম প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে বলাৎকার করে আসছে। লিমন প্রতিবন্ধী হওয়ায় এবং ভয়ভীতি ও লজ্জার ভয়ে দীর্ঘ ছয় মাস ধরে কাউকে কিছু না বলে সহ্য করে আসছে।

লিমনের মা জানায় ডাকলে যদি না আসে তখন লিমনকে ধাওয়া করে ধরে তার সাথে বলাৎকারের মতো নেককার জনক ঘটনা এই রাকিব প্রায়ই ঘটিয়ে থাকে। সহ্য করতে না পেরে অবশেষে আমার ছেলে বিষয়টি তার বন্ধু মহলকে জানায় এবং সেখান থেকেই আমরা বিষয়টি জানতে পারি। আমার ছেলের পেছনে ঘা হয়ে গেছে, আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। আমার ছেলে একজন প্রতিবন্ধী এইরকম প্রতিবন্ধী একটি ছেলেকে বলাৎকারীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, আমরা এই বলাৎকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

ভুক্তভোগীর চাচা মুক্তো খান জানান, আমরা খবরটি জানতে পেরে উক্ত বলাৎকারী রাকিবকে ধরে নিয়ে পুলিশ ফাড়ির দিকে যাওয়ার পথে বুলু নামক একজন ব্যক্তি তার ব্যক্তি প্রভাব খাটিয়ে বলাৎকারকারী রাকিবকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমরা এই বলাৎকারীকে ছিনিয়ে নেওয়া বুলুর ও উপযুক্ত শাস্তির দাবি যানাই।

সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহনাজ পারভীন জানান, আমি ঢাকায় ছিলাম এসে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ও শুনে বুঝতে পারি যে ঘটনাটি সত্য। বলাৎকারের মতো এহেন ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা জানাই ও উক্ত বলাৎকারীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট