খুলনায় গল্লামারী কেসিসির জায়গা দখল করে মার্কেট নির্মান করছেন কারা ,
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা,
নগরীর গল্লামারী কেসিসর পার্কের সামনে জায়গা দখল করে রাতারাতি দোকান নির্মাণ করেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র,যা নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে,
স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকার একটি ভূমিদস্যু চক্র কোন ধরনের অনুমতি ছাড়াই সিটি কর্পোরেশনের পার্কের সামনে জায়গা দখলে নিয়েছে, নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেন যে মার্কেট কমিটির প্রভাবশালী দুই নেতার ছত্রছায়ায় দখলবাজ চক্র রাতারাতি জায়গা দখল করে,৮/১০টি আধাপাকা দোকান নির্মাণ করেছে, এমন কি দোকান বরাদ্দের নামে অনেকের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করেছেন, এ বিষয় কে সি এর উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী