খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২,
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা,
খুলনায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ দুজন মারা গেছেন, আজ শনিবার বেলা ১১ টার দিকে নগরীর লবণচরা থানাধীন হরিণটানা গেট এবং দুপুর শোয়া ১২,টার দিকে আড়ংঘাটা থানাদিন বিল পাবলা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে, লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সোনাডাঙ্গা থানাধীন লায়ন্স স্কুল সংলগ্ন এলাকার নাসিরউদ্দিনের মিন্টুর ছেলে মোস্তাকিন সিরাজুল মিকু (২২) এবং বিল পাবলা এলাকার বাসিন্দা প্রসাদ বিশ্বাসের স্ত্রী মিনতি বিশ্বাস (৬০)
লবণচরা থানার ডিউটি অফিসার আবু জাফর বলেন বেলা ১১ টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেলে রুপসা থেকে বাড়িতে ফিরছিলেন মোস্তাকিন সিরাজুল মিকু, লবণচরা থানাদিন হরিণ টানা গেট সংলগ্ন স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর মোটরসাইকেল থেকে পড়ে যায় মিকু মাথায় আঘাত লেগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,
অপরদিকে হাসপাতাল সূত্র জানা গেছে আজ দুপুর ১২,টা,১০ মিনিটের দিকে রাস্তা পারাপারের সময় আড়ংঘাটা থানাধীন বিল পাবলা বিশ্বরোড এলাকায় একটি দ্রুত গতিতে মোটরসাইকেল মিনতি বিশ্বাস কে সাজোরে ধাক্কা দেয়, এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান,
স্থানীয় লোকজন মিনতি বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা পৌনে ১,টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বর্তমানে মিনতি বিশ্বাসের লাশ মর্গে রয়েছে,