খুলনায় ফুলতলায় লায়ন্স ক্লাব অব প্রেসিডেন্ট লায়ন খান, ও গবেষক ও ইসলামী চিন্তাবিদ শাহজাদা কায়সার,
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা,
বাংলাদেশ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর সম্মানিত প্রেসিডেন্ট ও লিও ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির চিফ অ্যন্ডভাইজার আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান এম যেএফ আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান একজন বহুমাত্রিক সামাজিক সংগঠক তিনি বাংলা একাডেমীর আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ স্কাউট গাইড ফেলেশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে জাতি গঠনে ভূমিকা রেখে চলেছেন এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (IBFB)-এর সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন যা খুলনা অঞ্চলের উন্নয়নে তার অবিচল অঙ্গীকারের প্রমাণ বহন করে, তিনি জাতীয় মানবাধিকার প্রতিদিন, সাংবাদিক শেখ শহিদুল ইসলাম মিঠু কারবালা, নিউজ টুয়েন্টিফোর,ও আমাদের দেশের খবর, গাজী নাসির উদ্দিনও খুলনা থেকে আগত সাংবাদিকদের নিয়ে, নানা দিক আলোচনা করেন, এতে সাংবাদিকদের, নিরাপত্তার কথা উঠে আসে, ঢাকা জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসক্লাবের সেক্রেটারি,সেম উদ্দিন রাজ ও জসিম ফাউন্ডেশন এর প্রধান জসিমউদ্দিন উপস্থিত ছিলেন, গবেষক ও ইসলামী চিন্তাবিদ, শাহজাদা কায়সার সাংবাদিকদের নিরাপত্তা ও কিছু আইন শৃঙ্খলা, নিয়ে বক্তব্য রাখেন, আলহাজ্ব আখতারুজ্জামান খান লায়ন বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও শৃঙ্খলা চাদরে ঢেকে রাখতে কাজ চলমান,