খুলনায় জাতীয় পার্টি জাপা কার্যালযয়ে হামলা, আহত ২০,
দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন। বিশেষ প্রতিনিধি:
শেখ শহিদুল ইসলাম মিঠু।
খুলনায় জাতীয় পার্টি (জাপা) ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছে গণধিকার পরিষদের নেতাকর্মীরা, তবে পুলিশি তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি, হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয়,
গন অধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়া তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন,
শনিবার (৩০ আগস্ট) বিকেল পাঁচটার দিকে নগরের ডাকবাংলা ও মোড়ে এ ঘটনা ঘটে,
জাতীয় পার্টি খুলনা জেলা যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান আলী সাজু জানান, শনিবার সারাদিন আমরা অফিসেই ছিলাম, আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে, ৫০ থেকে ৬০ জনের গণ অধিকার পরিষদের একটি মিছিল কার্যালয়ের সামনে এসে মুখোমুখি অবস্থান নেয়, তখন আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটোকগুলো তালাবদ্ধ করি, তারা গেট ভাঙ্গার চেষ্টা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে, একটি গেট ভেঙ্গে ফেললেও অপরটি ভাঙতে পারেনি, তবে সাইনবোর্ড ভেঙ্গে দেয়, পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে,
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে,
হামলার বিষয়টি স্বীকার করে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক এস কে রাশেদ বলেন, জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের উপর হামলা চালায়, এতে অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন, নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) হাওলাদার সানওয়ার মাছুম বলেন, গন অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টির অফিসের সামনে আসে, তারা বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়, সাইনবোর্ড ভাঙ্গা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে,