খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চর্ম ও যৌনরোগ বহিঃ বিভাগে রুগীদের চরম ভোগান্তি।
নিউজ:দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন। খুলনা জেলা থেকে বিশেষ প্রতিনিধি:মোঃ রফিকুল ইসলাম এর তদন্তের তথ্যের অনুসন্ধানের নিউজ পর্ব ১/
দূর দূরান্ত থেকে আসা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বহিঃ বিভাগ চর্ম ওযৌন রুগীদের ব্যাপক ভোগান্তিতে আছেন দীর্ঘদিন যাবত। ৪০২,৪০৩,৪০৪,৪০৫,৪০৬ পাঁচটি রুমে ৫টি ডাক্তার প্রতিনিয়ত ১৩০,১৪০,এমন কি ১৫০ জনের ও বেশী রুগী সেবা নিচ্ছে এ-সব কর্তব্যরত চিকিৎসকদের মাঝ থেকে। তার পরেও দীর্ঘ সারিবদ্ধ লাইনে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে না পেরে চলে যেতে হচ্ছে অনেক রুগীকে, কারণ জানতে চাহিলে, জানা যায়, সকাল সাত/ আট টার সময় এসে দাঁড়িয়ে থাকলে সিরিয়াল না পেয়ে চলে যেতে হচ্ছে অনেক রুগীকে। এতে করে চিকিৎসা সেবা হতে বন্চিত হচ্ছে সেবা না পাওয়া অনেক অসহায় মানুষের। বিষয় টি কর্তব্যরত চিকিৎসকের জানতে চাহিলে ওনারা বলেন, তুলনা মুলুক রুগী র সংখ্যা অনেক বেশি ও করোনার পরে এ রোগের একটু বেশি বেশি চাপ বলে মনে করছেন। তবে বিষয় টা নিরসনে র জন্য উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে আশ্বস্ত করেন।