খুলনা জেলা কয়রাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ৭ দফা দাবিতে মানববন্ধন।
নিউজ:দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন। বিশেষ প্রতিনিধি:রফিকুল ইসলাম এর বিশেষ তদন্তের অংশ বিশেষ।
আজ ৪ টা সেপ্টেম্বর খুলনা জেলার কয়রা উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানববন্ধন করেন কয়রা উপকূলীয় বিভিন্ন অঞ্চলের সমাগম বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। মানববন্ধনে ৭ দফা দাবি
১) গর্ভবর্তী মায়ের দ্রুত সিজারিয়ান ব্যবস্তা
( ২) হাসপাতালে প্যাথলজি টেস্ট, আল্ট্রাসনোগ্রাফি ও এক্সে- রে সেবা নিশ্চিত করণ
(৩) চিকিৎসকদের কর্মস্থলে থাকার জন্য আবাসিক ভবন নির্মাণ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করণ
( ৪) ৩১ শয্যার নির্মানাধীন ভবনের কাজ দ্রুত সম্পন্ন করে পুর্নাঙ্গ চিকিৎসা সেবা চালু করা
(৫) বিশেষঞ্জ চিকিৎসক পদায়ন ও অন্যান্য জন বল সংকট নিরসন করা
৬) কয়রা উপ স্বাস্থ্য কেন্দ্র সংস্কার এবং সেখানে চিকিৎসক নিয়জিত রাখা
৭) কয়রা সদরে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করণ দাবি দাওয়া নিয়ে উপকূল এলাকায়
কয়রা সদরে ৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালে দ্রুত নির্মাণ বাস্তবায়ন করতে ও বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে উপজেলা প্রশাসন মোঃ আব্দুল্লাহ আল বাকী বরাবর একটা স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের সাবেক বার বার সফল চেয়ারম্যান জনাব,এইচ,এম শাহাবুদ্দিন সহ বিভিন্ন মহলের পেশাজীবি গুণিজন ব্যক্তিবর্গ।