1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
লামায় বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান, অর্থদন্ড আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণ নিহত ১,আহত ১ খুলনা ফুলতলা বণিক কল্যান সোসাইটি এি বার্ষিক নির্বাচন ফলাফল ২০২৫ খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক, কানাডার প্রধানমন্ত্রীর নিকট স্বারক লিপি প্রদান করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত: গোলাম পরওয়ার, যুবদল নেতার উপর হামলায় বটিয়াঘাটা উপজেলা যুবদলের বিবৃতি, খুলনা ফুলতলা উপজেলায়,বাংলাদেশ প্রেস ক্লাব,ও জাতীয় মানবাধিকার সাংবাদিকদের পূজা মন্ডপ পরিদর্শন, সময় বড় নিষ্ঠুর ক্ষমতা কখনোই চিরস্থায়িত্ব নয়। খুলনা ফুলতলা সাদিকুল হত্যা মামলার ১২ আসামি কারাগারে,

অপরাধ জগতে আতঙ্ক, সৈয়দ ইসরাফিল হোসেন রাজু,

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

অপরাধ জগতে আতঙ্ক, সৈয়দ ইসরাফিল হোসেন রাজু,

নিউজ:বিশেষ প্রতিনিধি:মোঃ রফিকুল ইসলাম। নিউজ:দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।

খুলনা ফুলতলা পায়গ্রাম কসবায় আলোচিত প্রতারক সৈয়দ ইসরাফিল হোসেন রাজু পিতা সৈয়দ আমজাদ হোসেন, দীর্ঘদিন, সোশ্যাল মিডিয়ায় প্রতারণা করে আসছেন, মোবাইল,ব্যাংকিং প্রতারণা, সহ ফেক আইডি ব্যবহার করে সমাজের নিরীহ ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিয়েছে, গ্রামে বাইরে থেকে মেহেরপুর কালিগঞ্জ কন্টাকে চোর এনে, গ্রামে একাধিক লোকের ভ্যান সহ ইজিবাইক চুরি করিয়ে থাকেন, বহুরুপি প্রতারক কখনো ঘটকের রুপে,আবার কখনো কবিরাজ, রাতে ১২ টার জীনের বাদশাহ, হঠাৎ করে আপনার মোবাইলে একটা রিংবেজ উঠবে, বলবে আমি অমুক মাজার থেকে এসেছি, ১০০ শত এতিমকে খানা দিতে হবে,আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ঘটোক রুপে ডকুমেন্ট জোগাড় করে নেওয়ার পর শুরু করে প্রতারণার খেলা,

বাংলাদেশ ব্যাপি অপরাধের নেটওয়ার্ক, এবং একাধিক মামলার আসামি, খুব বেশি দিন জেল খানাতে থাকতে হয় না তার, এ পর্যন্ত বহুবার পুলিশ অ্যারেস্ট করলেও হাইকোর্ট করে চলে আসেন, স্ত্রী ছেলে ভাগিনা সহ একাধিক সদস্য তার, স্ত্রী ছেলে ও জেল খেটেছেন প্রতারণার দায়ে,সাথে বিকাশের দোকানদারেরাও প্রতারণার টাকা উত্তোলন করার জন্য একাধিক ম্যানেজার রাখা আছে তার, প্রতারণা করে, ঢাকার বুকে গড়েছিলেন গার্মেন্টস, কিনেছিলেন একাধিক ট্রাক, যশোর বসুন্দিয়া বিলাসবহুল বাড়ি, চড়তেন প্রাইভেট কার, সেজেছিলেন স্বৈরাচারী নেতাদের ছবির নিচে বিলবোর্ডে সমাজসেবক, কোটি কোটি টাকা প্রতারণার মাধমে, কিছুদিন পরপর ডিবি পুলিশে অপারেশন চালালেও থাকতেন ধরাছোঁয়ার বাইরে, চাপা ক্ষোভ বিরাজ করতো গ্রামবাসীর মনে, ভয়ে কেহ প্রতিবাদ করতেন না, করলেও তাকে ফাঁসিয়ে দেয়া হতো আজগভী মামলায়, তার টাকার কাছে সবই দুর্বল, প্রতিদিন কোথাও না কোথাও তার কোটে হাজিরা থাকতেন

মেহেরপুর, মুজিবনগর, কালিগঞ্জ, পঞ্চগড়, সাতক্ষীরা, কলারোয়া, যশোর বসুন্দিয়া, খুলনা হরিণ টানা, সহ ফুলতলা থানাতে একাধিক অভিযোগ সহ তার বিভিন্ন অপরাধের প্রমাণ চিত্র, সমাজের বিশিষ্টজনদের নামে ফেক আইডি খুলে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া,তার মূল কাজ, জাতীয় মানবাধিকার প্রতিদিনের সাংবাদিকের নাম ব্যবহার করে আইডি চালিয়ে এবং সত্যর,সন্ধানে, শামসুল ডক্টর জনতার বাণী, শেখ শহিদুল ইসলাম মিঠু নামে ফেক আইডি চালিয়ে, ব্ল্যাকমেইল করে, দুই ধাপে ৫৫ হাজার টাকা, প্রতারণা করেছেন, আইডি গুলাতে সন্ধান চালিয়ে প্রতারকের এই মোবাইল নাম্বারটি সনাক্ত করা গেছে, যে নাম্বারটি প্রতারক ব্যবহার করতেন, মোবাইল নম্বর ০১৭১২৭৯৮৮২২,এই নাম্বারটি ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লাল হোসেন কথা বলে প্রতারকের সঙ্গে, এবং সত্যর সন্ধানে আইডিটি পাওয়া যায়, এবং প্রতারক সৈয়দ ইসরাফিল হোসেন রাজু, জাতীয় মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাংবাদিক কে বিভিন্নভাবে পাবলিক প্লেসে হুমকি সহ গালিগালাজ করেন, ফুলতলা থানাতে মামলা করতে গেলে, মামলা না নেওয়াতে দুইটি জিডি ও দুইটি অভিযোগ দাখিল করেন, তারপর থেকে বিভিন্নভাবে প্রতারক তার ক্ষমতার দাপট দেখাতে শুরু করেন, এরই মধ্যে, ছেলে সৈয়দ ইয়াসিন আরাফাত যশোর অভয়নগর ডিবির পুলিশের হাতে ৫০,০০০ হাজার টাকা প্রতারণার দায় গ্রেফতার হন,ও পিতা সৈয়দ ইসরাফিল হোসেন রাজু, মুজিবনগর ২০, ০০০হাজার টাকা প্রতারনার দায়ে মুজিবনগর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন, স্থান পরিবর্তন করে অবৈধ টাকার পাহাড়, গরেছেন চুকনগর আঠারো মাইলে, ও ডুমুরিয়া সাজিয়ারা, সাংবাদিক মহল,ও গ্রামবাসী, সুশীল সমাজ, ইন্টারন্যাশনাল প্রতারকের শাস্তি দাবি করেন, এবং বিভিন্ন সময় দেখা দেখা যায়, কয়েকজন প্রশাসনের লোকের সঙ্গে তার ঘনিষ্ঠতা, ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অপারগতা,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট