নিউইয়র্কে অনুষ্ঠিত হলো অল কাউন্টি হোম কেয়ারের সৌজন্যে এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫ হাকিকুল ইসলাম খোকন,এর নিউইয়র্কে থেকে পাঠানো তথ্যের নিউজ মোঃ নাসির উদ্দীন গাজী এর প্রতিনিধির পাঠানো তথ্যের নিউজ দেখুন দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন,প্রএিকা,নিউজ, বিশেষ প্রতিনিধি :মোঃ নাসির উদ্দীন গাজী। নিউইয়র্কে অনুষ্ঠিত হলো অল কাউন্ট্রি হোম কেয়ারের সৌজন্যে এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫। গত রবিবার,১৪ সেপ্টেম্বর,নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক।
প্রবাসে প্রতিভার স্বীকৃতির সর্বাধিক জনপ্রিয়-এই স্লোগানে শোটাইম মিউজিক এন্ড প্লে এর সভাপতি খায়রুল ইসলাম খোকন এর পরিচালনায় অনুস্ঠানে বিশেষ অথিতিদের মধ্যে ছিলেন সংগীত শিলপী রিজিয়া পারভীন , শাহানাজ বেলী , ফাহাদ সোলাইমান , রিয়েলেটর নুরুল আজিম,ইন্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক , ইসতিয়াক রুমি,কমিউনিটি অ্যাক্টিভিসহ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।খবর আইবিএননিঊজ। ও দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন। অনলাইন পএিকা সহ বিভিন্ন ধরনের গণমাধ্যমের।
নাচ ও গানের মাঝে মাঝে সম্মাননা প্রদান করা হয় আহসান হাবিব , ডিউক খান , উত্তম কুমার মন্ডল, গোলাম মিয়া কুদ্দস, মুশতাক আহম্মেদ খালেদ, রাশেদ আহম্মেদ, মিনা ইসলাম , ইসতিয়াক রুমিসহ সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত বিশিষ্টজনদের।ফ্যাশান শো তে ছিলেন পিয়াল হোসেন এবং নিবিড় আদনান নাহিদ ।